ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ
- আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ৭০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০) জানুয়ারি) রাতে কদমতলী কারিমীয়া কওমীয়া মাদ্রাসা মিলনায়তনে সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলুল করিম এর সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ থানা শাখার কমিটি ঘোষণা এবং আমেলা শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল-ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আদনান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে থানা সভাপতি মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর ২০২৩ সেশনের মজলিসে আমেলার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন, মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর সহ-সভাপতি-মুহাম্মদ আমির হামজা সাধারণ সম্পাদক- এইচ এম ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক-মুহাম্মাদ আবরারুল করিম প্রশিক্ষণ সম্পাদক- মুহাম্মদ দ্বীন ইসলাম, দাওয়াহ সম্পাদক-মুহা জুয়েল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক-মুহাম্মাদ কাউসার আহমেদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক- মুহাম্মাদ রহমতুল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক-মুহাম্মাদ মুকছুদুল, কওমী মাদরাসা সম্পাদক- মুহাম্মাদ সাইফুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক-মুহাম্মাদ তানজিল ইসলাম, কলেজ সম্পাদক-মুহাম্মাদ জিহাদুল ইসলাম জিহাদ, স্কুল সম্পাদক-মুহাম্মাদ সোলাইমান হাসান জিসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক-মাহমুদুল হাসান শাকিল, কার্যনির্বাহী সদস্য- মুহা জুবায়ের আহমেদ প্রমুখ।