১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ কর্মীদের হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৭১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী সংবাদদাতা

নাটোরে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের আলাইপুর মুসলিম ইন্সটিটিউটের সামনে এনএস সরকারি কলেজ মাঠ, পিটিআই মোড়, হরিশপুরে আওয়ামীলীগ কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে আগত বিএনপি কর্মীদের পথরোধ করে মারধর করে অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের।

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, সমাবেশে যোগ দিতে আসা অর্ধশতাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন। এ ধরনের হামলার নিন্দা জানাই। আবার হামলা হলে কঠিন জবাব দেয়া হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, বিএনপি নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামীলীগ রাজপথে অবস্থান নিয়েছে। কিন্তু কারো উপর হামলা করেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শহরে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ কর্মীদের হামলার অভিযোগ

আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী সংবাদদাতা

নাটোরে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের আলাইপুর মুসলিম ইন্সটিটিউটের সামনে এনএস সরকারি কলেজ মাঠ, পিটিআই মোড়, হরিশপুরে আওয়ামীলীগ কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে আগত বিএনপি কর্মীদের পথরোধ করে মারধর করে অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের।

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, সমাবেশে যোগ দিতে আসা অর্ধশতাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন। এ ধরনের হামলার নিন্দা জানাই। আবার হামলা হলে কঠিন জবাব দেয়া হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, বিএনপি নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামীলীগ রাজপথে অবস্থান নিয়েছে। কিন্তু কারো উপর হামলা করেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শহরে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন