লক্ষ্মীপুরে নদী ভাঙা কবলিত এলাকার সুবিধাবঞ্চিত পেলেন শীতবস্ত্র
- আপডেট সময় : ০৬:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ৬৮
নাজিম উদ্দিন রানা:
লক্ষ্মীপুরের রামগতিতে উপকূলের নদী ভাঙা এলাকার ৩ হাজার সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল গুলো বিতরণ করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরগাজী, চর রমিজ ও বড়খেরী ইউনিয়ন পরিষদের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় সড়ক দূর্ঘটনায় নিহত ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলতাফ হোসেনের পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া ও হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, আলমগীর হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমনসহ আরো বিভিন্ন নেতাকর্মীরা।
ইস্কান্দার মির্জা শামীম বলেন, মেঘনা নদী ভাঙা কবলিত এলাকার বাসিন্দারা তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েন। সুবিধাবঞ্চিত এসব বাসিন্দাদের শীত নিবারণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে এ উপহার বিতরণ করা হয়।