সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ৬৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য এম, এ হালিম জুয়েল, এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-অর্থবিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডিএইচ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল হক ময়ূর, সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল,মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোস্তাফা কামাল, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, থানা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, বিএনপি নেতা সেলিম মাহমুদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিদ্ধিরগঞ্জ থানা সে”ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফ, বিএনপি নেতা আনিস সিকদার, শ্যামল আনোয়ার, তৈয়ব হোসেন, মহিউদ্দিন শিকদার, ইউসুফ মিয়া, যুবদল নেতা মাহবুব ও দুলাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য এম,এ, হালিম জুয়েল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় বাংলাদেশের ক্লান্তিকালে ঝাপিয়ে পড়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষেরপাশে থেকে সব সময় সঠিক দিকনির্দেশনা দিয়েছে। সভাপতির বক্তব্য মাজেদুল ইসলাম বলেন, আমরা এমন এক
নেতার জন্মবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীনতার মূখ দেখাতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন।