গজারিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানালো ডি,এস,বি গজারিয়া জোন
- আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ৭৯
মো রাসেল সরকার গজারিয়া:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী পদে নিয়োগ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানালো ডি,এস,বি গজারিয়া থানা। বুধবার (১৮ জানুয়ারি) সকালে গজারিয়া থানায় মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন( বিপিএম,পিপিএম) পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ইয়াছিনা ফেরদৌস। অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস বি, মুন্সীগঞ্জ,পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন দিক নির্দেশনায় গোলঘরে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা ও কলম উপহার মিষ্টিমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানায় অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, সঞ্চালোনায় ছিলেন আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন ডি আইও গজারিয়া জোন, ডি,এস,বির,সহকারী মো.জসীমউদ্দিন, সহ গজারিয়া থানার অফিসার বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে নিয়োগ প্রাপ্তদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন গজারিয়া উপজেলা এই প্রথম ফুলেল শুভেচছা ও কলম, মিষ্টিমূখ গজারিয়া জোন ডি,এস,বির পক্ষ থেকে উপহার পেয়ে আমরা আনন্দিত উৎফুল্ল আমাদের কর্মক্ষেত্রে প্রেরনা যোগাবে।