লৌহজংয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক জুয়েলের অপকর্ম
- আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ৫৫
প্রতিদিনের নিউজ:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক হামিদুর রহমান জুয়েলের বিরুদ্ধে নানা প্রতারণা ও অপকর্মের অভিযোগ উঠেছে। ট্রেন্ডার বাজি, পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, জুয়া খেলা, মাদক সেবন, ক্যাডার বাহিনী লালনপালন, ব্যাংক লোনের ডিএসঅনার মামলার গ্রেফতার হাওয়াসহ ৪টি মামলার সাজাপ্রাপ্ত আসামি জুয়েল। সে সাথে মাদকসেবন করার অভিযোগও পাওয়া গিয়েছে। ২০১৮ সালের ২২ জুন ব্যাংক লোন ডিএসঅনার মামলায় গ্রেফতার হন।
জানা যায়, চলতি মাসের ১৬ জানুয়ারি সোমবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। হামিদুর রহমান জুয়েল এ কমিটির সভাপতি হবার জন্য পায়তারা করছেন। উপর মহলে বিভিন্ন তদবিরসহ তার ক্যাডার বাহিনীদের দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে।
রাজনীতিবীদরা বলছেন এমন অভিযুক্ত ব্যক্তি পদে বসলে রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম করবেন। এতে আওয়ামী লীগ তথা স্বেচ্ছাসেবক লীগের মতো সংগঠনের ক্ষতি হবে। যেহেতু ওর নামে বিভিন্ন অভিযোগ রয়েছে সেহেতু ওর মতো নেতাকে পবিত্র চেয়ারে না বসানোই ভালো।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কয়েকজন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা জানান, এমন ব্যক্তিকে আওয়ামী লীগের সংগঠন থেকে বহিষ্কার করা উচিৎ। ও কিভাবে স্বেচ্ছাসেবক লীগের মতো কমিটিতে সভাপতি প্রার্থী হয়।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ যাবত কনকসারের বিভিন্ন জায়গায় মাদকের আখরা বসায়। সে সাথে কনকসার বটতলার পাত্তি মাসুম নামক ব্যক্তির বাসায় রাতে জুয়ার আসর বসায়। লৌহজং-তেউটিয়া রেজু শেখের বাড়ির আঙ্গিনা থেকে ধীৎপুর কবরস্থান পর্যন্ত খালের মাটি কেটে বিক্রির অভিযোগও রয়েছে।