সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ৬৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা সহ মোঃ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১ নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে গত রবিবার (১৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক ও পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে সিআই-খোলা এলাকার মাতৃ ভান্ডারের উত্তর পাশে জনৈক সাফায়েতের বাড়ী থেকে গ্রেফতার করে তারা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আসামির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এবং আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।