গজারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন খাদিজা আক্তার আঁখি
- আপডেট সময় : ০৪:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ৬১
মো রাসেল সরকার গজারিয়া:
গজারিয়া উপজেলার জামালদী বাস ষ্টান্ড এলাকায় নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভানেত্রী খাদিজা আক্তার আঁখি। গত রবিবার সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাস ষ্টান্ড এলাকায় শতাধিক শীতার্ত রিকশা,অটো,সিএন, জি চালক ও পথচারীদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন, এ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোঃসাহাব উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃআরিফ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোঃবাচ্চু মিয়া, মো. মিলন সরকারসহ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি/সাঃসম্পাদক বৃন্দ।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা, আমি ব্যক্তিগত ভাবে উপজেলার এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের ইচ্ছে আছে, ইতিমধ্যে পাঁচশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আগামী কয়েক দিনের মধ্যে বিতরণ শেষ করবো।