সিদ্ধিরগঞ্জে থানার ধর্ষণ মামলায় এজাহারভূক্ত ২ আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৫৫
নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ধর্ষণ মামলার এৎহারভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (১৪ জানুয়ারি) র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার আলাউদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম রিফাত (২১) এবং তার মা আসমা বেগম (৪০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০২১ সালের ২০ জানুয়ারি আসামী শফিকুল ইসলাম রিফাতের সাথে ভিকটিম খাজিদা আক্তারের পরিচয় হয়। তারপর তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা চলতে থাকে। একপর্যায় আসামী ভিকটিমকে বিয়ে প্রস্তাব দেয় এবং কৌশলে ভিকটিমকে গত বছরের ১৫ আগস্ট তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে খালি বাসায় ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিয়ের দাবিতে আসামীর বাসায় অবস্থান করলে তার পরিবার ভিকটিমকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর আসামী ও তার পরিবার আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।