০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ভাগ্য ছিল টাইগারদের পক্ষে!

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ৬৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানো পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইলো।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলিয় ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলের ৩২ রানে লিটনও ফিরে যান সাজঘরে। তিনি আউট হন ১২ বলে ১৪ রান করে। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ও সাকিব মিলে গড়েন ৫৪ রানের জুটি। এরপরই ২০ বলে ২৩ রান করে শন উইলিয়ামসের ক্যাচ হন বাংলাদেশের অধিনায়ক। এদিকে দলের হাল ধরেন শান্ত। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭১ রান করে ফিরলেন শান্ত। এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি।

শান্তর সঙ্গে ভালোই চালিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন। শেষের দিকে আফিফের ১৯ বলে ২৯ রান বাংলাদেশকে ১৫০ রানের সংগ্রহ পেতে সাহায্য করে।

এদিকে জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি এবং নাগারভা।

দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে। প্রথম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরকে মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। এরপর অধিনায়ক ক্রেগ আরভিনকে নুরুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। তাসকিন ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

তাসকিনের পর মুস্তাফিজ পেয়েছেন দুই উইকেট। ষষ্ঠ ওভারে বল হাতে নিয়েই দ্বিতীয় বলে মিল্টন শুম্বাকে ৮ রানে সাকিব আল হাসানের ক্যাচ বানান তিনি। শেষ বলে সিকান্দার রাজাকেও মাঠছাড়া করেন বাঁহাতি পেসার। তিনি ১ ওভারে ২ উইকেট নিয়েছেন।

পাওয়ারপ্লেতে সিকান্দার রাজাসহ চার উইকেট হারিয়ে খাদের কিনারেই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে এরপরই শন উইলিয়ামস আর রেজিস চাকাভার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

তবে ইনিংসের ১২তম ওভারে চাকাভাকে বিদায়ে সেই স্বস্তিটা ফিরিয়ে আনেন তাসকিন। ৬৯ রানে দলটি খুইয়ে ফেলে ৫ উইকেট। ১৯তম ওভারে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন সাকিব আল হাসান। শন উইলিয়ামস সিঙ্গেল নিতে গিয়ে তার সরাসরি থ্রোতে বোলার্স এন্ডে রান আউট হন। ৬৪ রানে থামেন তিনি।

এক সময় শুরু হয় শেষ ওভারের নাটক। তবে দিনশেষে হাসিমুখটা বাংলাদেশেরই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ভাগ্য ছিল টাইগারদের পক্ষে!

আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানো পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইলো।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলিয় ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলের ৩২ রানে লিটনও ফিরে যান সাজঘরে। তিনি আউট হন ১২ বলে ১৪ রান করে। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত ও সাকিব মিলে গড়েন ৫৪ রানের জুটি। এরপরই ২০ বলে ২৩ রান করে শন উইলিয়ামসের ক্যাচ হন বাংলাদেশের অধিনায়ক। এদিকে দলের হাল ধরেন শান্ত। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭১ রান করে ফিরলেন শান্ত। এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ফিফটি।

শান্তর সঙ্গে ভালোই চালিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন। শেষের দিকে আফিফের ১৯ বলে ২৯ রান বাংলাদেশকে ১৫০ রানের সংগ্রহ পেতে সাহায্য করে।

এদিকে জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি এবং নাগারভা।

দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে। প্রথম ওভারের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরকে মোস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। এরপর অধিনায়ক ক্রেগ আরভিনকে নুরুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। তাসকিন ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

তাসকিনের পর মুস্তাফিজ পেয়েছেন দুই উইকেট। ষষ্ঠ ওভারে বল হাতে নিয়েই দ্বিতীয় বলে মিল্টন শুম্বাকে ৮ রানে সাকিব আল হাসানের ক্যাচ বানান তিনি। শেষ বলে সিকান্দার রাজাকেও মাঠছাড়া করেন বাঁহাতি পেসার। তিনি ১ ওভারে ২ উইকেট নিয়েছেন।

পাওয়ারপ্লেতে সিকান্দার রাজাসহ চার উইকেট হারিয়ে খাদের কিনারেই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে এরপরই শন উইলিয়ামস আর রেজিস চাকাভার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

তবে ইনিংসের ১২তম ওভারে চাকাভাকে বিদায়ে সেই স্বস্তিটা ফিরিয়ে আনেন তাসকিন। ৬৯ রানে দলটি খুইয়ে ফেলে ৫ উইকেট। ১৯তম ওভারে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন সাকিব আল হাসান। শন উইলিয়ামস সিঙ্গেল নিতে গিয়ে তার সরাসরি থ্রোতে বোলার্স এন্ডে রান আউট হন। ৬৪ রানে থামেন তিনি।

এক সময় শুরু হয় শেষ ওভারের নাটক। তবে দিনশেষে হাসিমুখটা বাংলাদেশেরই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন