স্বরূপকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
- আপডেট সময় : ১০:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ৬৮
বরিশাল সংবাদদাতা:
পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দৈহাড়ি ইউনিয়নে ধান মাড়াই মেশিন দিয়ে বাঁধানো রাস্তা নষ্ট করার প্রতিবাদ করায় এক ওয়ার্ড যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত (৫জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯ টায় দৈহাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম হাফিজ খান। সে ওই গ্রামের বাসিন্দা হোসেন খানের ছেলে ও কাটা দৈহাড়ি ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত হাফিজ জানান, ঘটনার দিন সকাল ৯ টায় সরকারি ভাবে মেরামতকৃত বাঁধানো রাস্তা জোরপূর্বক ধান মাড়াই মেশিন দিয়ে নষ্ট করে একই গ্রামের বাসিন্দা হবি হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, আলি হাওলাদার ও আলমগীর হাওলাদার সহ অজ্ঞাত আরো ৩-৪ জন। এ সময় হাফিজ প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।