টাঙ্গাইলে ৬টি অবৈধ ইটের ভাটায় জরিমানা
- আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- / ৫৬
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের মধুপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন মোট ছয়টি অবৈধ ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ২৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।সোমবার (৯ জানুয়ারী) সকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার মধুপুর উপজেলার কুড়ালিয়া সিটি ভাটার মালিকে ৪ লক্ষ, আশা ব্রিকসকে ৫ লক্ষ, মধুপুর ব্রিকসকে ৪ লক্ষ, ফাইভ স্টার ব্রিকসকে ৪ লক্ষ, রিপন ব্রিকসকে ৪লক্ষ এবং তিতাস ব্রিকস দড়িহাতিলকে ৬ লক্ষ সহ সর্বমোট ২৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।এ সময় ইটভাটার মালিকগনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ অনুযায়ী ইটের ভাটা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অত্র কার্ষালয়ের উপপরিচালক জমির উদ্দিন ও সহকারী পরিচালক তুহিন আলম।
উক্ত অভিযানে প্রসিকউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্ষালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান।