বাগেরহাটে অসহায়,দু:স্থ-প্রতিবন্ধী ও গর্ভধারী মায়েদের খাবার বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৬৭
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে অসহায়,দু:স্থ-প্রতিবন্ধী ও গর্ভধারী মায়েদের পুষ্টিকর খাবার ও পুষ্টি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকালে বাগেরহাট পৌর শহরের পূর্ণিমা মহিলা সংস্থার উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।পূর্ণিমা মহিলা সংস্থার সভানেত্রী নাজমা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম, রূপান্তরের ক্রেন প্রজেক্ট এর জেলা-মবিলাইজার শরিফুল বাসার প্রমুখ।উল্লেখ্য পূর্ণিমা মহিলা সংস্থার উদ্যোগে আজ সর্বমোট ৫০ জন অসহায়, দু:স্থ-প্রতিবন্ধী ও গর্ভধারী মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হয়েছে।