দর্শনার সীমান্তে মাদক ব্যবসায়ীদের তান্ডব আহত ২
- আপডেট সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৬৫
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দামুড়হুদার দর্শনায় মাদক ব্যবসার কতৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্য অস্ত্রের মহড়ায় দুপক্ষের দুজন মারাত্নক জখম হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরএলাকার সীমান্ত বর্তী জয়নগর গ্রামের মাদক কেনাবেচার স্পটের কতৃত্ব নেয়াকে কেন্দ্র করে একই গ্রামের মসজিদ পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী ভারত আলীর ছেলে শাহিন (৩০) ও ইদগা পাড়ার দাউদ আলীর ছেলে মজিদ (৩০) দুপক্ষের মধ্যে স্থান দখল কে কেনদ্র করে বিরোধ বাধে।একপর্যায়ে দুগ্রপের মধ্যে ধাওযা পাল্টা ধাওযা শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুপক্ষের দুজন শাহিনও মজিদ মারাত্নক জখম হয়।রাতেই রক্তাত্ব অবস্থায় মজিদকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শাহিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিযে যায়। রাতে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মারবিন অনিক চৌধুরী জানান, শাহিনের পিঠেও মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে।দর্শনা থানার ওসি এম এইচ এম লুৎফল কবীর জানান, রাতেই আমি জেনেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।