রংপুরে ‘ভোট কম পাওয়ায়’ সরিয়ে নেওয়া হলো টিসিবির কেন্দ্র
- আপডেট সময় : ০৮:২৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ৬৩
মাটি মামুন, রংপুর:
টিসিবির পণ্য বিতরণের স্থান পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেন রংপুর নগরের কামারপাড়া এলাকার বাসিন্দারা। গত বুধবার বিকেলে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিসিবির পণ্য বিতরণের স্থান পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেন রংপুর নগরের কামারপাড়া এলাকার বাসিন্দারা।
রংপুর শহরে কামারপাড়া এলাকা থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার টিসিবির পণ্য বিক্রির নির্ধারিত সময় বেলা ১১টায় কামারপাড়া এলাকায় টিসিবির গাড়ি আসেনি। পরে দুপুরে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কামারপাড়া থেকে ভোট কম পাওয়ায় ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ওই এলাকা থেকে টিসিবির কেন্দ্রটি সরিয়ে নিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মিজানুর রহমান। বলেন, স্থান পরিবর্তন করা হয়েছে। তবে সবার সুবিধা হয়, এমন স্থানে নতুন কেন্দ্র হবে। কামারপাড়ার একাধিক ব্যক্তির অভিযোগ, এবারের সিটি করপোরেশন নির্বাচনে কামারপাড়ায় স্থানীয় কাউন্সিলর প্রার্থী থাকায় ওই এলাকা থেকে মিজানুর রহমান কম ভোট পেয়েছেন। এ ক্ষোভে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিসিবির কেন্দ্র সরিয়ে নেওয়া হযেছে। আজ কামারপাড়া থেকে টিসিবির পণ্য বিক্রি করা হয়নি। প্রায় দুই কিলোমিটার দূরে গণেশপুর এলাকা থেকে এ পণ্য বিক্রি করা হয়েছে। বিক্ষোভ হওয়ায় এখন কাউন্সিলর বলছেন, সবার সুবিধাজনক স্থানে কেন্দ্র দেওয়া হবে।
কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পণ্য বিক্রি না করায় গতকাল দুপুরে টিসিবির প্রায় ৫০০ কার্ডধারী কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডের সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুরু থেকেই টিসিবির পণ্য কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সংগ্রহ করি। কিন্তু এবার এ এলাকা থেকে বর্তমান কাউন্সিলর ভোট কম পাওয়ায় টিসিবির পয়েন্ট তার এলাকায় নিয়ে গেছে।
এতে এলাকার কার্ডধারীরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।একই অভিযোগ করেছেন ভুক্তভোগীসহ আরও অনেকে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম বলেন, সিটি করপোরেশনের সচিবকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা মুঠোফোনে বলেন, টিসিবির পণ্য বিতরণের স্পর্ট নির্ধারণ করেন স্থানীয় কাউন্সিলররা। পরবর্তীকালে দুই এলাকার মধ্যবর্তী স্থানে পণ্য বিতরণের ব্যবস্থা করা হবে, যাতে সবাই পণ্য নিতে পারেন।