ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১২
- আপডেট সময় : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ৬৪
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দ্রুত বিচার মামলার আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা”র নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের সামনে থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, পটল ওরফে সনজু ও মো. হোসেন মিয়া। এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম বোররচর ভাটিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মুকছেদুল হককে ৪ শত পিচ ইয়াবাসহ, এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ আকুয়া বাইপাস মোড় থেকে মাজহারুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদের নেতৃত্বে একটি টীম মহারাজা রোড এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আব্দুল করিম, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টাধরের সবুজকে, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম চরপাড়া মেডিকেল গেইটের সামনে থেকে বিষ্ফোরক মামলার আসামী আফসার আলী ওরফে বড় গেন্ধা ও মো. ইনসান আলীকে গ্রেফতার করে।
তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।