দূর্গাপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

- আপডেট সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৯

মমিনুল ইসলাম:
আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান বলেন, অসহায় ও দুস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই চাল বিতরণের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবে এবং ঈদের আনন্দে শামিল হতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মানিক মিয়াজী, সিদ্দিক মিয়াজী, সবুজ মিজি, মোহাম্মদ আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার ও অলিফা বেগম।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।