জলকন্যা সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা ও গুনিজন সম্মাননা
- আপডেট সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৬৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক এডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্টপোষকতায় ও জলকন্য সাহিত্য পরিষদের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গুনীজনের সম্মামনা প্রদন করা হয় প্রবীণ শিক্ষাবিদ সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে কে।
জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি কবি কহিনূর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম,যুক্তরাষ্ট্র প্রবসীসু লেখক ইশতিয়াক রুপু আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। পরে সম্বর্ধিত ব্যক্তিত্ব পরিমল কান্ত দে কে সন্মননা ও নগদ অর্থ প্রদান করা হয়।