মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার : অধ্যাপক ডা: এম এ আজিজ
- আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ৭০
আরিফ রববানী,ময়মনসিংহ:
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক মহাসচিব ও বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ আজিজ বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায়। নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। মাতৃত্বকালীন ছুটি বাড়ানো থেকে শুরু করে গর্ভকালীন সময়ে ভাতা প্রদান এবং শিশুর বিশেষ সেবাপ্রদানে নানা রকম আর্থিক অনুদানের ব্যবস্থাও করা হয়েছে। শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চরলক্ষীপুরে মুন্না সরকার বাড়ীতেবিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র উদ্ধোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক মহাসচিব ও বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ আজিজ এসব কথা বলেন। এ সময় তিনি চরলক্ষ্মীপুর গ্রামের দিলরুবা (৪০) নামে একজন মহিলার চক্ষু জনিত সমস্যায় চোখের চিকিৎসা প্রদান করেন। চলমান শীতে গরীব অসহায়, দরিদ্র পরিবারের শিশুদের পাশাপাশি সকল শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে বিনামুল্যে শিশু স্বাস্হ্য পরামর্শ কেন্দ্র শীতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন-একজন যোগ্য এবং সচেতন মা একটি সুস্থ ও শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। সুতরাং একজন শিশুর আগামী দিনের ভবিষ্যৎ তার মায়ের স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। মা যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল না থাকেন তাহলে গর্ভকালীন অবস্থা থেকে শুরু করে সন্তান প্রসবপরবর্তী শিশু প্রতিপালন সবই বিপন্ন হয়ে পড়ে। তাই মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএমএ সাধারন সম্পাদক ডা:হোসাইন গোলন্দাজ তারা, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্মআহবায়ক এইচ এম ফারুক, এস কে শান্ত, রাজিব সরকার, নিয়ামত উল্লাহ, সাব্বির, টুটুল, সমীর, স্বপন, এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
তিনি আরো বলেন-বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নারী ও শিশুস্বাস্থ্য রক্ষায় দেশজুড়ে এটি বেশ কার্যকর ভূমিকা রাখছে।উক্ত পরামর্শ কেন্দ্রে প্রতিমাসের শেষ সপ্তাহের শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত শিশু রোগীদের চিকিৎসা দিবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক শিশু সার্জারী ডা: মো: সামিউল হাসান।