হত্যা মামলা তুলে নিতে হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৫৯
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসাঃ জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নাসিক ২নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার মৃত কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। উক্ত মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসেই বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছিলেন তাদের।
এক পর্যায়ে বাদীর বসতবাড়িতে স্বশরীরে হামলা করে আসামি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
হামলার শিকার মোসাঃ জাহানারা বেগম বলেন, ২০২০ সালে তার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তারই আপন ভাশুর আলী হোসেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় তাকে। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বর মাসে জামিনে বের হয়েই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। আসামির কথা অনুযায়ী মামলা না তোলায় আজ তার পরিবারের উপর হামলা চালানো হয়। যদি মামলা তুলে না নেওয়া হয় তার স্বামীর মতো পরিনতি হবে ছেলের এমন কথাও বলেন আসামি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।