এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও এখলাছপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।
এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল মুন্না ঢালী।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলা প্রকৌশলী মো.মনির হোসেনের পক্ষ থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও পুরস্কার প্রদান করা হয়।