ঝিকরগাছায় বেস্ট লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আফজাল হোসেন চাঁদ:
যশোরের ঝিকরগাছায় বেস্ট লাইফ ইন্সুরেন্সের ঝিকরগাছা শাখার উদ্যোগে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংস্থার নিজস্ব কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির এএমডি খন্দকার জিয়াউল হক। তিনি তার বক্তব্য বলেন, বীমাপলিসি ঝুঁকি মোকাবেলায় নিশ্চয়তা দেয় প্রতিটি বীমা পলিসির গ্রাহক ও নমিনির ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। যা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান দিতে পারেনা। পলিসি গ্রাহকের মৃত্যু ঝুঁকির পাশাপাশি,আপৎকালীন প্রয়োজনে প্রিমিয়াম সঞ্চয়ের লভ্যাংশ ফেরত পাওয়া যায়। বীমা গ্রাহকের আস্থা ফেরাতে অনলাইন ব্যাংকিংসেবার মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দেয়া ও জমাকৃত অর্থের সেবার নিশ্চয়তা দেয়া হচ্ছে উল্লেখ করে বলা হয়, মাঠ পর্যায়ে গ্রাহকের আস্থা অর্জনে প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ঝিকরগাছা অফিস ইনচার্জ এ এ ডি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, এডি মোহাম্মদ আলমগীর হোসেন ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বেস্ট লাইফ ইন্সুরেন্স ঝিকরগাছা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাংবাদিক তারিখ মোহাম্মদ,উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ব্রাঞ্চ ম্যানেজার নাহিদ আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার শামীমা সুলতানা, ফাতেমা খাতুন প্রমুখ।