নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি খলিল সম্পাদক আব্দুল হান্নান
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬৮
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন (রেজি নং-৪৬৬৬) এর সভাপতি খলিলুর রহমান হামিদী ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রধান নির্বাচিত হয়েছেন। গত ৭ ফেব্রুয়ারি নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার মো. গোলাম হোসেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি মো. আবু তাহের, শেখ জমির আলী, মনির হোসেন আনোয়ার, ওমর ফারুক, নুরুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক আশেক আলী, মো. বাবুল, ইস্রাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. সোহেল, দপ্তর সম্পাদক বশির উদ্দিন, প্রচার সম্পাদক শেখ ছগির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক সোহাগ রাজ, কার্যকরী সদস্য আবুল কালাম, মো. শরীফ ও সজীব আহাম্মেদ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১১ জানুয়ারি জারীকৃত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৯ জানুয়ারি ও ২০ জানুয়ারি কার্যনির্বাহী কমিটির ২১টি পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত মনোনয়ন পত্র বাছাইয়ের পর ২২ জানুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
উক্ত তালিকা প্রকাশের পর প্রার্থীর পদ প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি পর্যন্ত কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় এবং কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিনা প্রতিদ্বন্দিতায় আগামী তিন বছরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রদান করা হয়।
এতে দপ্তরের প্রতিনিধি হিসেবে সহকারী শ্রম পরিচালক মো. মোস্তফা আজিজুল করিম সকল কর্মকান্ড পর্যবেক্ষন করেন।