ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার এ দেশ থেকে পালিয়েছে : গিয়াস উদ্দিন
- আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, প্রায় ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানোর পরে পলাতক স্বৈরাচার যে ষড়যন্ত্র করছে তার ক্যাডার বাহিনী তার প্রতিবাদে আজকের এই শান্তিপূর্ন সমাবেশ এবং প্রতিবাদ সভা। এ দেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। অবশেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আগস্ট মাসে স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এক সময় বলতো এই দেশ তার বাবার দেশ। অপরাধের মাত্রা এতো বেশি হয়ে গিয়েছিলো যে, সেই কারণে অনুসূচনার ভয়ে ভীত হয়ে এ দেশ ছেড়ে পালিয়ে গেছে। কোনো রাজনৈতিক দলের নেতাকমীরা তাকে পালিয়ে যেতে বলিও নাই বাধ্যও করি নাই। এখন বিদেশে গিয়ে এ দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে সেই টাকা পয়সা ব্যয় করে এদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সারাদেশে আওয়ামীগের সন্ত্রাসীদের তান্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এ কথা বলেন।
মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়ার কারণ ছিলো তারা এতো অন্যায় অপরাধ এতো জুলুম নির্যাতন করেছে সারা দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলো। যে অভ্যুত্থান ঘটেছে ৫ তারিখে ভেবেছিলো যদি পালিয়ে না যায় তবে জনরোশের মধ্যে পরতে হবে। সেই কারণে তৎকালিন স্বৈরশাসক শেখ হাসিনা তার বোনকে নিয়ে তার দলবল যা ছিলো যারা তাদের শক্তির সাহস যুগিয়েছে দীর্ঘদিন স্বৈরশাসনকে পাকাপুক্ত করার জন্য সাহায্য করেছে তাদের মায়া মমতা ছেড়ে শুধু নিজেদেরকে রক্ষা করার জন্য পালিয়ে গেছে। সেই দিন তার কে বন্ধু ছিলো, কে আত্বীয় ছিলো কার ধারা সে উপক্রিত হয়েছে এ কথা সে ভাবে নাই শুধু নিজেদের কথা ভেবেছে এবং দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, আপনারা জানেন এই নারায়ণগঞ্জে গডফাদার ছিলো তার দোসররা অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে। অসংখ্য মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে অসংখ্য মানুষের জীবন পঙ্গু করে দিয়েছে শুধু ক্ষমতা আর অর্থের লোভে। বিশে^র বিভিন্ন দেশে স্বৈরাচারের পতন হয়েছে জনগনের আন্দোলনের মুখে। এতো অস্বাভাবিক একটি ইতিহাস কোথাও সৃষ্টি হয় নাই। তারা গনতন্ত্রের কথা বলেছে মুক্তিযোদ্ধের চেতনার কথা বলেছে, আইনের শ^াসনের কথা বলেছে কিন্তু তার বিপরীতে সব কাজ গুলো করেছে। আজকে দেশে নিরপেক্ষ একটি সরকার অন্তবর্তীকালীন সরকার। বিএনপিও ক্ষমতায় নাই অন্য কোনো দলও ক্ষমতায় নাই তাহলে ভয় কিসের। সম্পূর্ন নিরপেক্ষ সরকার এই সরকার আইনের শ^াসন প্রতিষ্ঠা করবে আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষ ভাবে কাজ করবে এটাইতো মানুষের প্রত্যাশা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, জি,এম, সাদরিল, ডি,এইচ,বাবুল, রওশন আলী, এস,এম,আসলাম, মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক এড্যাঃ বারী ভূইয়া, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমুখ।