হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৫৮
রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরের পূবাইল মীরের বাজার এলাকায় বসবাসকারী শিব্বির আহম্মেদ (২৮) নামে এক বাক প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও স্বজনরা।
বুধবার সকালে মিরের বাজার সহিদা খাতুন হাসপাতালের পশ্চিম পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবিষয়ে নিখোঁজের ছোট ভাই বশির আহম্মেদ ১৯ জুলাই ঘটনার স্থান উল্লেখ করে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরি নং ১৮১৬।
সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন জানান গত ১৮ ই জানুয়ারি দুপুর ১২ টা হতে ১ টার মধ্যে শিব্বির হোসেন (২৮) বাক প্রতিবন্ধী যার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট তিন ইঞ্চি ওজন ৫৫ কেজি পড়নে কালো প্যান্ট ও শীতবস্ত্র জ্যাকেট এবং একটি গামছাসহ মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড এলাকা হইতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে খুঁজে না পাওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে আরও জানা যায়, গত শনিবার সকালে মীরের বাজার ভাই ভাই গোডাউনে মাল লোড আনলোডের কাজে যান বাক প্রতিবন্ধী শিব্বির আহমেদ সেখানে কাজ শেষ করে আবার ঐ গোডাউনের পরিচিত লোকের মাধ্যমে মিরপুর শেওড়াপাড়া গেলে সেখান থেকে সে আর ফিরে আসে নাই। গোডাউনের মালিক ইমরান হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বাক প্রতিবন্ধী শিব্বির আহম্মেদ কে বা কারা কাজে নিয়েছে আমি জানতাম না যখন জেনেছি তখন থেকে আমি তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।
কেউ খুঁজে পেলে নিম্ন ঠিকানায় পূবাইল থানাধীন মিরের বাজার মৌসুমির বাড়ির ভাড়াটিয়া অথবা ০১৮৬৩৪৫৬৯৬৩,০১৮৭৭৮৩০৪৬৫ নাম্বারে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো।