০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

অবৈধ সংযোগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ২৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। এ সময় ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য পল্লীবিদ্যুৎ লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টের পর হার্টআ্যাট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি ম্যানেজার সৌরভ কুমার রায় জানান, ‘বিদ্যুৎ অফিস প্রতি সপ্তাহে ৫ দন করে সচেতন মুলক মাইকিং করা হয়। অবৈধ সংযোগে কেউ লাইন চালালে সেটা আইনত অপরাধ। তবে অবৈধ সংযোগ দিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

অবৈধ সংযোগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সাথে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। এ সময় ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য পল্লীবিদ্যুৎ লাইন থেকে অবৈধ ভাবে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টের পর হার্টআ্যাট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি ম্যানেজার সৌরভ কুমার রায় জানান, ‘বিদ্যুৎ অফিস প্রতি সপ্তাহে ৫ দন করে সচেতন মুলক মাইকিং করা হয়। অবৈধ সংযোগে কেউ লাইন চালালে সেটা আইনত অপরাধ। তবে অবৈধ সংযোগ দিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, এঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন