০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সেচ কার্যক্রম উদ্বোধন উদ্বোধন হলেও পানি পাচ্ছে না কৃষক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ২৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার কালীপুর ও উদামদী পাম্প চালু করা হয়। ফটো সেশনের শেষে পাম্পের সুইচ বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সময়মতো সেচের পানি না পাওয়ায় হুমকির মুখে ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ। বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে পানি পায়নি কৃষকরা। তবে সেচ উদ্বোধন হলেও কৃষক পানি পাবেন আগামী ২৫ জানুয়ারী থেকে।

সোমবার (২০ জানুয়ারি) ১১ টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালীপুর পাম্প হাউজে পানি উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. সালাউদ্দিন।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাফরিল চৌধুরী, ব্যবসায়ী লিয়াকত আলী খোকা চৌধুরী, মেঘনা ধনাগোদা পওর বিভাগ শাখা কর্মকর্তা ঋষি ভৌমিক,এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার সিয়াম আলী, সম্প্রসারণ উপদর্শক মো. জহিরুল হক চৌধুরী, মো. মোসলেহ উদ্দিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার সহ বিভিন্ন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

জানা যায়, সেচ প্রকল্পের উদামদী পাম্প হাউজেও একই সময়ে পানি উদ্বোধন করেন। তবে উদামদী পাম্প হাউজে পানি উদ্বোধন করারপর ১০ মিনিট চললেও কালীপুর পাম্প হাউজে উদ্বোধনের ১৩ সেকেন্ড পরই সূঁচ বন্ধ করে দেয়। এতে কৃষকরা আরো দুশ্চিন্তায় পড়েছে।

এদিকে সঠিক সময়ে পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। গত ১ জানুয়ারী প্রতি বছরের ন্যায় বোরো মৌসুমে সেচ কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি। এতে করে সঠিক সময়ে বোরো আবাদ করতে পারছেন। ফলে চিন্তিত হয়ে পড়েছেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকরা। এ নিয়ে গত কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ২০ জানুয়ারী লোক দেখানো উদ্বোধনী অনুষ্ঠান করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণ কাজ ও আবর্জনা পরিষ্কার ও সেচ ক্যানেলে বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণের কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে কৃষকরা পানি পাচ্ছে না।

এ ব্যাপারে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী বলেন, কিছু বাধ্যবাধকতার কারণে পানি ছাড়া সম্ভব হচ্ছে না। তবে সেচ কার্যক্রম উদ্বোধন হয়েছে আগামী ২৫ জানুয়ারী থেকে পুরোদমে পানি ছাড়া হবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় নির্বাহী কর্মকর্তা সালা উদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবদের অবস্থা দেখে অতি তারাতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সেচ কার্যক্রম উদ্বোধন উদ্বোধন হলেও পানি পাচ্ছে না কৃষক

আপডেট সময় : ০৮:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার কালীপুর ও উদামদী পাম্প চালু করা হয়। ফটো সেশনের শেষে পাম্পের সুইচ বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সময়মতো সেচের পানি না পাওয়ায় হুমকির মুখে ১০ হাজার হেক্টর জমির বোরো চাষ। বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে পানি পায়নি কৃষকরা। তবে সেচ উদ্বোধন হলেও কৃষক পানি পাবেন আগামী ২৫ জানুয়ারী থেকে।

সোমবার (২০ জানুয়ারি) ১১ টায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কালীপুর পাম্প হাউজে পানি উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. সালাউদ্দিন।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাফরিল চৌধুরী, ব্যবসায়ী লিয়াকত আলী খোকা চৌধুরী, মেঘনা ধনাগোদা পওর বিভাগ শাখা কর্মকর্তা ঋষি ভৌমিক,এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার সিয়াম আলী, সম্প্রসারণ উপদর্শক মো. জহিরুল হক চৌধুরী, মো. মোসলেহ উদ্দিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার সহ বিভিন্ন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

জানা যায়, সেচ প্রকল্পের উদামদী পাম্প হাউজেও একই সময়ে পানি উদ্বোধন করেন। তবে উদামদী পাম্প হাউজে পানি উদ্বোধন করারপর ১০ মিনিট চললেও কালীপুর পাম্প হাউজে উদ্বোধনের ১৩ সেকেন্ড পরই সূঁচ বন্ধ করে দেয়। এতে কৃষকরা আরো দুশ্চিন্তায় পড়েছে।

এদিকে সঠিক সময়ে পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। গত ১ জানুয়ারী প্রতি বছরের ন্যায় বোরো মৌসুমে সেচ কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি। এতে করে সঠিক সময়ে বোরো আবাদ করতে পারছেন। ফলে চিন্তিত হয়ে পড়েছেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকরা। এ নিয়ে গত কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ২০ জানুয়ারী লোক দেখানো উদ্বোধনী অনুষ্ঠান করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণ কাজ ও আবর্জনা পরিষ্কার ও সেচ ক্যানেলে বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণের কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে কৃষকরা পানি পাচ্ছে না।

এ ব্যাপারে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী বলেন, কিছু বাধ্যবাধকতার কারণে পানি ছাড়া সম্ভব হচ্ছে না। তবে সেচ কার্যক্রম উদ্বোধন হয়েছে আগামী ২৫ জানুয়ারী থেকে পুরোদমে পানি ছাড়া হবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় নির্বাহী কর্মকর্তা সালা উদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবদের অবস্থা দেখে অতি তারাতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন