১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ৪৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে এসেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, যা চলতি শীত মৌসুমের মধ্যে সবচেয়ে কম।

আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা। দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পর্যবেক্ষণাগারে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে জানানো হয়-পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকালে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি, দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন ১১ দশমিক ২, মাদারীপুর এবং পাবনার ইশ্বরদীতে সর্বনিম্ন ১১ দশমিক ৩, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫, মানিকগঞ্জের আরিচা ও কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজকের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমতে পারে। এসময়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে প্র্বূাভাসে উল্লেখ করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ে তাপমাত্রা বাড়তে পারে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

আপডেট সময় : ০৪:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে এসেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, যা চলতি শীত মৌসুমের মধ্যে সবচেয়ে কম।

আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা। দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পর্যবেক্ষণাগারে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে জানানো হয়-পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকালে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি, দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন ১১ দশমিক ২, মাদারীপুর এবং পাবনার ইশ্বরদীতে সর্বনিম্ন ১১ দশমিক ৩, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫, মানিকগঞ্জের আরিচা ও কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজকের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমতে পারে। এসময়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে প্র্বূাভাসে উল্লেখ করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ে তাপমাত্রা বাড়তে পারে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন