লংমার্চকে স্বাগত জানাতে হিরার নেতৃত্বে মহাসড়কে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান
- আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ১৪১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ‘ঢাকা থেকে আখাউড়া’ অভিমুখের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চকে স্বাগত জানাতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদের জিলানী হিরার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় অবস্থান ও মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয়, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রিফাত হোসেন,৪নং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাত হোসেন বাবু, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ৩নং ছাত্রদল নেতা জুয়েল হাওলাদার, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, মো.ইয়াসিন মো. রুবেল, মো.আলামিন, ৫নং ওয়ার্ড ছাত্রদলের নেতা আবু জুবায়ের আরিয়ান, মো.সাইমন, সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতা মো. জয়, মো.ইয়াসিন প্রমূখ।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।