সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হৃদয়ের মরদেহ কবর থেকে উত্তোলন
- আপডেট সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৬১
প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত মো.হৃদয়ের (২৭) মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রবিবার (২০ আক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ মিজমিজি পাইনাদী করবস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোনাববর হোসেনের উপস্থিতিতে মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত হৃদয় সুনামগঞ্জের ধর্মপাশার দুর্গাপুর এলাকার মো.ছফেদ আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার ২ নম্বর গলি ভাড়া বাসায় থাকতেন। পেশায় হৃদয় একজন থাই গ্লাস মিস্ত্রী ছিলেন।
এ ঘটনায় নিহত হৃদয়ের মা মোসা. রিতা বাদী হয়ে গত ২১ আগস্ট ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কর্তব্যরত কাজ শেষে বাসায় ফেরার পথে ভুমিপল্লীর সামনে পৌঁছালে দুর্বৃত্তদের গুলিতে হৃদয় মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মিজমিজি পাইনাদী করবস্থান দাফন করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি করা হয় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাজালাল বাদল, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম,স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমেদকে।
নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোনাববর হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে হৃদয়ের মরদেহ উত্তোলন করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হৃদয়ের মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।