মালোপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ড.জালাল উদ্দিন
- আপডেট সময় : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১০৪
মতলব উত্তর প্রতিনিধি :
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মুহাম্মদ জালাল উদ্দিন (১৮ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মালোপাড়ার মধ্যপাড়া পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সপ্রীতির দেশ বাংলাদেশ প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতার রক্ষা করতে হবে। এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে আমরা বাংলাদেশী।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল,উপজেলা বিএনপি নেতা কাইউম মুন্সি, যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, সি-যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, কাউছার আলম মুক্তার, ষাটনল ইউনিয়ন যুবদলের সি-সহ-সভাপতি খোকন বেপারী সাধারণ সম্পাদক বশির মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ, মো. রনি হোসেন, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম প্রধান, সহ-সভাপতি সাব্বির আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সি: যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া’সহ নেতৃবৃন্দ।