মতির সহযোগী কালামের জমি দখল চেষ্টা, বাঁধা দেওয়ায় হামলা, আহত-১
- আপডেট সময় : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / ৮২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে মালিকের জমি দখলে বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন কর্মচারী। হামলায় ভুক্তভোগী ফয়সাল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় জমি দখলকারী অভিযুক্ত আওয়ামীলীগ নেতা কালাম ও তার ছেলে মো. সাহিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, অভিযুক্ত মো. সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। অন্যদিকে আওয়ামীলীগ নেতা কালাম সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক দুদকের মামলার আসামী, ভুমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী মতিউর রহমান মতি বাহিনীর অন্যতম সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া পুরান থানা সংলগ্ন এলাকায় ফতুল্লা এ্যাপারেলস লিমিটেডের ৭৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সাথে যোগসাজসে অভিযুক্তরা জোড়পূর্বক দখল করে রেখেছে। এ বিষয়ে ফতুল্লা এ্যাপারেলস লিঃ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। পরে উক্ত জমিতে সকল ধরণের কাজ বন্ধ রাখার জন্য পুলিশ নির্দেশনা দেয়। উক্ত মামলা চলমান অবস্থায় গত ১৬ অক্টোবর বিকেল ৪ টায় বিবাদীরা পাকা সীমানা নির্মাণ করলে জমি দেখাশোনার জন্য প্রতিষ্ঠানটির নিয়োগকৃত কর্মচারী ভুক্তভোগী ফয়সাল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার উপর হামলা করে। এসময় অভিযুক্তদের রডের আঘাতে ফয়সালের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে ভুক্তভোগী ফয়সাল জানান, উক্ত জমি দেখাশোনা করার জন্য প্রতিষ্ঠান আমাকে এখানে নিয়োগ করেছে। অভিযুক্তরা এখানে সীমানা দেওয়াল নির্মাণ করছে বিষয়টি আমি আমার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আমার উপর হামলা করে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ওয়াশিম আকরাম জানান, এ বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।