পূবাইলে বোনকে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় ভাইকে মারধর
- আপডেট সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / ৬৯
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ও তার এক বন্ধুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বখাটে ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর ভাই।
নগরীর ৪১নং ওয়ার্ড ভাদুন আকাশ ভিলা রিসোর্টের সামনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৪০নং ওয়ার্ডের ইছালী এলাকার শাহজাহানের মেয়ে ও ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী প্রায়ই স্কুলে ও প্রাইভেটে যাওয়া-আসার পথে ইভটিজিং করে আসছিল ভাদুন এলাকার আফজাল সরকারের ছেলে ইমন (১৬)। স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারকে জানালে ভাই সাগর আহমেদ (২০), ও তার বন্ধু শিহাব বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ইমনকে ইভটিজিংয়ের কথা জিজ্ঞাসা করেন। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় এবং অভিযুক্ত ইমন ও মমিন উদ্দিন সরকারের ছেলে আকবর সরকার (৪২),আসরাফ উদ্দিন খানের ছেলে আকাশ (৩০),শাহাদত হোসেন সরকারের ছেলে শাকিলের (২০) নেতৃত্বে ৪-৫জন সাগর ও শিহাবকে কাঠের লাঠি ও ধারালো সেন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন স্বজনেরা। এ ঘটনায় আহত সাগর একই দিন দুপুরে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।