০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

জামায়াত ইসলামের ১০ দফা দাবিতে গণমিছিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / ৬৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, দেশের শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র পুনরুদ্ধার ও অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ঘোষিত ১০ দফা কর্মসূচি মেনে নিয়ে অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াত ইসলাম সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে অবৈধ জালিম সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য কেয়ার টেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, অনৈতিক শিক্ষা ব্যবস্থা বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, অন্যায়ভাবে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ জামায়াত ঘোষিত ১০ দফা কর্মসূচি দেশের মানুষের গণদাবিতে পরিনত হয়েছে। তাই এই দাবি না মেনে সরকারের সামনে আর কোন পথ খোলা নেই। সরকার যদি শান্তি চায়, দেশের মানুষের কল্যাণ চায়, গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তাহলে অবিলম্বে এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করা উচিত। তা না হলে দেশের আপামর জনতা অবৈধ সরকারকে দাবি আদায়ে বাধ্য করবে।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে নগরীর শিবু মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত গণমিছিলে শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি কর্মসূচি বাস্তবায়নের দাবিতে গণমিছিলে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি শিবু মার্কেট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. জাকির হোসেন, মহানগরীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল জাবের, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শফিউল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানবীর কর্মপরিষদের সদস্য আবু তালহা, হাফেজ আব্দুল মমিন ও সাঈদ তালুকদার, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির কফিল উদ্দিন আহমেদ, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুল হায় জাফরী, নারায়ণগঞ্জ পূর্ব থানার আমির ফরিদ উদ্দিন, রূপগঞ্জ থানার আমীর এডভোকেট ইসরাফিল, ফতুল্লা থানার কর্ম পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ফরিদ, সোনারগাঁ থানার কর্ম পরিষদের সদস্য মুজিবুর রহমান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জামায়াত ইসলামের ১০ দফা দাবিতে গণমিছিল

আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, দেশের শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র পুনরুদ্ধার ও অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ঘোষিত ১০ দফা কর্মসূচি মেনে নিয়ে অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াত ইসলাম সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে অবৈধ জালিম সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য কেয়ার টেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, অনৈতিক শিক্ষা ব্যবস্থা বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, অন্যায়ভাবে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ জামায়াত ঘোষিত ১০ দফা কর্মসূচি দেশের মানুষের গণদাবিতে পরিনত হয়েছে। তাই এই দাবি না মেনে সরকারের সামনে আর কোন পথ খোলা নেই। সরকার যদি শান্তি চায়, দেশের মানুষের কল্যাণ চায়, গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, তাহলে অবিলম্বে এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করা উচিত। তা না হলে দেশের আপামর জনতা অবৈধ সরকারকে দাবি আদায়ে বাধ্য করবে।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে নগরীর শিবু মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত গণমিছিলে শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি কর্মসূচি বাস্তবায়নের দাবিতে গণমিছিলে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি শিবু মার্কেট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ফতুল্লা স্টেডিয়ামের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. জাকির হোসেন, মহানগরীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল জাবের, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শফিউল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানবীর কর্মপরিষদের সদস্য আবু তালহা, হাফেজ আব্দুল মমিন ও সাঈদ তালুকদার, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির কফিল উদ্দিন আহমেদ, বন্দর দক্ষিণ থানার আমীর ফজলুল হায় জাফরী, নারায়ণগঞ্জ পূর্ব থানার আমির ফরিদ উদ্দিন, রূপগঞ্জ থানার আমীর এডভোকেট ইসরাফিল, ফতুল্লা থানার কর্ম পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ফরিদ, সোনারগাঁ থানার কর্ম পরিষদের সদস্য মুজিবুর রহমান প্রমুখ।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন