মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৪
- আপডেট সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ১১২
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক (৭০), মনা কাজী (৪০), শোভন (৩৮) ও মো.রফিকুল ইসলাম (৪৮) কে গ্রেফতার করে বুধবার বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, একটি চাদাঁবাজী মামলায় এম. এমদাদুল হক কে ভাইজোড়া গ্রামের নিজ বাড়ী থেকে অন্য ৩ জন বারইখালীর পায়লাতলা গ্রামের মৃত শামসু কাজীর ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনা কাজী,গোয়ালবাড়ীয়া গ্রামের গোলাম ফারুকের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শোভন, একই গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে আওয়ামীলীগ সদস্য মো.রফিকুল ইসলামকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দিন বলেন,গ্রেফতারকৃত এমদাদুল হক সন্ন্যাসী এলাকার পূর্বের একটি চাদাঁবাজী মামলার এজাহারভূক্ত আসামী এবং বাকী ৩জন মারপিট জখমের মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।