রূপগঞ্জে যুবদলের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ২০৬
মো. নুর আলম :
নারায়নগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাবিন রহমান রবিন, সহ-যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য টিপু সুলতান, প্রচার সম্পাদক আমির হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি তানজিল মিয়া, নুর হোসেন, রতন মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আবদুল হালিম, নুর আলম মিঠু মিয়া, সোলাইমান মিয়া, দীন ইসলাম, আমির হোসেনসহ অনেকে। বিক্ষোভ মিছিলটি পাড়াগাঁও এলাকা থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।