পূবাইলে ইয়াবাসহ আটক-১
- আপডেট সময় : ০১:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৪
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড মেঘডুবি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম মো.হাবিবুল্লাহ (৩৫)। তিনি পূবাইল থানার মেঘডুবি (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাছেন উদ্দিনের ছেলে।
পূবাইল থানা পুলিশের উপরিদর্শক (এসআই) মো.নাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘডুবি হাবিবুল্লাহর বাড়ির সামনে থেকে তার দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত হাফপ্যান্টের ডান পকেটে রক্ষিত একটি সাদা পলি জিপারের ভিতরে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো.আমিরুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হচ্ছে।