মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদার জন্মদিন পালিত
- আপডেট সময় : ০৯:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৮
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ কেক কেটে জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা যুবদলের সহ- শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, পৌর যুবদল নেতা বাপ্পি সরকার, উপজেলা কৃষক দল নেতা আরিফ লস্কর সহ দলীয় নেতৃবৃন্দ।