ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবনিমিয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২
আরিফ রববানী, ময়মনসিংহ :
ময়মনসিংহ সদরে পূজা উদযাপন কমটির নেতাদেরে সাথে আসন্ন র্দুগাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্নি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্নি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রণি, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান, সেনাবাহীনীর ক্যাপ্টেন জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বলা হয়, যে কোন মূল্যে পূজা উপলক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। পূজায় যাতে কোন ধরনের সহিংসতা বা বেআইনি কাজ না হয় সে ব্যবস্থাও করা হচ্ছে।
সভায় বিভিন্নি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। জানানো হয় ময়মনসিংহ মহানগরে ৮১ টি ও সদর উপজেলায় এ বছর ৩৯টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে। সভায় র্সবসম্মতিক্রমে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা কঠোরভাবে রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বৃহৎ দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের গৃহীত কাযক্রম তুলে ধরা হয়। সমগ্র উপজেলায় নিরাপদে পূজা আয়োজনে স্বার্থে মন্ডপ ও প্রতিমা সমূহের নিরাপত্তা নিশ্চিৎকল্পে সর্বস্তরের সাধারণ জনতা ও হিন্দু সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মন্দিরগুলোতে আইপি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ও গুজব ঠেকাতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। গুজব ও ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোস্ট ও অপপ্রচাররোধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে উৎসব মোখর করতে নিরাপত্তার জোরদারে দুর্গাপূজায় মন্ডপগুলোতে সিসি ক্যামেরা সক্রিয় রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক নিরাপত্তা স্তর থাকবে। এছাড়াও সেনাবাহিনীর টহল, সরকারি অনুদান প্রদান, স্থানীয়দের মাধ্যমে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সকলকে আহবান জানানোর পাশাপাশি আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনার সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সকলের সম্যক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
সভায় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা বিএনপির যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো. বেলায়েত হোসেন, মহানগর পুঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট তপন দে, উদযাপন কমিটির নেতা শংকর সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদরের সভাপতি গোলাম মুর্শিদ (রানা), সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার হাবিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।