জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নেতা ইকবাল হোসেন
- আপডেট সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
জিয়া মঞ্চের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকশত নেতাকর্মী নিয়ে যোগদান করেছে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে জিয়া মঞ্চের নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ফয়েজ উল্যাহ ইকবালের সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নেতৃবৃন্দরা।
প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে র্যালি ও আলোচনা সভায় ইকবাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জিয়া মঞ্চ করতে হবে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একত্রিত ছিলাম, আছি। আজ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই।