নেত্রকোনায় নামলো স্বস্তির বৃষ্টি
- আপডেট সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৯১
রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন, তখন নেত্রকোনার বিভিন্ন এলাকায় আজ দুপুরে আকাশ জুড়ে মেঘ জমে স্বস্তির পরশ ছড়িয়ে নেমে এলো প্রশান্তির বৃষ্টি। এ সময় নগরীর জনজীবন স্থবির হলেও স্বস্তির নিশ্বাস নিয়েছেন নগরবাসী।
সরেজমিনে দেখা যায়, প্রথমের দিকে বৃষ্টিপাত তীব্রতা বেশি থাকলেও ধীরে ধীরে তা কমে আসে। টানা তাপদহের পর প্রশান্তির এই বৃষ্টি দেখে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে এসে শরীর ভিজিয়ে নেয় বৃষ্টির ছোঁয়ায়। কিশোর-কিশোরীদের দেখা যায়, মহল্লার অলিতে গলিতে বৃষ্টি ভিজে খেলাধুলা করতে।
নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার বাসিন্দা সুজিত সরকার বলেন, গত কয়েক দিনের গরমে হাঁপিয়ে উঠেছিলাম। হঠাৎ আজ বৃষ্টি হওয়াতে খুব ভালো লাগছে। তাই বাজার শেষে শরীর ঠাণ্ডা করার জন্য বৃষ্টিতে ভিজে হেঁটে বসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম।
বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বজার এলাকার বাসিন্দা সাজুল ইসলামও বৃষ্টিতে ভিজে শরীর জুড়িয়ে নিলেন। তিনি বলেন, এই অস্বস্তিকর তীব্র গরমের মধ্যে আজকের বৃষ্টি অনেক প্রশান্তির। যদিও বৃষ্টির পরিমাণ কম তার পরেও ভিজতে ভালো লাগছে।
নেত্রকোনা সদরের রাজুর বাজার মোড়ের রিকশাচালক লালচান ফকির বলেন, এই ক’দিনে যে গরম পড়েছে, রিকশা নিয়ে বের হলে মনে হয় জানটা বেরিয়ে যাবে। আজ স্বস্তির বৃষ্টি হচ্ছে। কী-যে ভালো লাগছে তা বলে বুঝাতে পারবো না।
এদিকে বৃষ্টির দেখা পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় তুলেছেন নেটিজেনরা। তাদের টাইমলাইন ভরে গেছে বৃষ্টির গান ও কবিতার স্ট্যাটাসে। অনেকে গায়ে বৃষ্টি মেখে বাড়ির ছাদ ও রাস্তার ধারে দুহাত উঁচিয়ে স্বস্তি নিচ্ছেন। অনেকে এদিক-ওদিক ছুটে চলছেন।