শুক্রবার মতলব উত্তরে আসছেন শায়খে চরমোনাই
- আপডেট সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৮০
মতলব উত্তর প্রতিনিধি :
আগামীকাল শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয়, জেলা, থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি হাবিবুর রহমান বলেন, আগামীকালের সমাবেশে আশা করছি জনস্রোত তৈরি হবে। ইসলাম ও দেশপ্রেমিক তৌহিদী জনতা সমাবেশ সফল করতে নানা প্রস্তিুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। তাই আমি সকল শ্রেণির মানুষকে সমাবেশে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।