পূবাইলে ছাত্রলীগের লাঠি মহরা;ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ১২:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৮৯
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদের তালতলা এলাকায় লাঠি-সোঁটা সহ ছাত্রলীগের একটি আকষ্মিক মহরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত ও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন মণ্ডল হাতে লাঠি নিয়ে মহরার নেতৃত্ব দিচ্ছেন।
জনমনে প্রশ্ন উঠেছে গোপালগঞ্জের পর পূবাইলের এই হায়দরাবাদে ফ্যাসিবাদের দোসরেরা শক্তি প্রদর্শন করে জনমনে প্রথমবারের মত নেতিবাচক প্রশ্ন ও আতংক সৃষ্টি করলো। কোন অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।
জানা যায়, শুক্রবার বিকালে স্থানীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন মন্ডলের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে শতাধিক ছাত্রলীগ কর্মী জড়ো হয়ে হায়দরাবাদ তালতলা আল আমিনের অফিসের সামনে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। হঠাৎ তাদের লাঠিসোঁটাসহ অবস্থান আশেপাশের দোকানিদের মধ্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। অনেকে দিকবিদিক দৌঁড়াতে থাকে। সিসি ক্যামেরায় ধারণকৃত হঠাৎ ছাত্রলীগের এই আচমকা মহরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জানা যায়, প্রয়াত ভাওয়াল রত্ন শ্রমিকলীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এমপি ও আত্মগোপনে থাকা তার ছেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নিজ গ্রাম হল মহানগরের ৩৯নং ওয়ার্ডের এই হায়দরাবাদ গ্রাম। তালতলা এলাকার দোকানিরা নামপ্রকাশ না করার শর্তে জানান ছাত্রলীগের আচমকা মহরায় আমরা দোকান বন্ধ করে দেই প্রথম।পরে জয় বাংলা, শেখ হাসিনার শ্লোগান দিয়ে এলাকা ত্যাগ করলে দোকান খুলি।
পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও যুব বিষয়ক সম্পাদক রবিউল হাসান রবি জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ও আইন হাতে না নেয়ার নির্দেশ দিয়েছেন আমাদের হাইকমান্ড তাই আমরা ধৈর্য্য ধরে পর্যবেক্ষণ করছি। ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।