প্রতারণার মামলায় ১৩ বছর পর আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / ৫৮
নিজস্ব প্রতিবেদক
ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামী মো. জসিম উদ্দিন (৫৫)’কে দীর্ঘ ১৩ বছর যাবত পলাতক থাকার পর নারায়ণগঞ্জের ফতুল্লা গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার রাতে শিয়াচর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে ফেনী জেলার সদর থানাধীন পূর্ব রাজনগর এলাকার মৃত মফজল হকের ছেলে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধৃত আসামী প্রতারণার উদ্দেশ্যে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরী চক্রের একজন সদস্য। সে ফেনী সাউথইস্ট কলেজের জাল দলিল কেলেংকারী ঘটনায় অভিযুক্ত আসামী। উক্ত ঘটনায় ফেনী সদর থানায় মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘ ১৩ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ফেনী সদর থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।