ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৩
তারাকান্দা প্রতিনিধি :
গোপালগঞ্জ নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও তার সহধর্মীনি রওশন আরা রত্না ২ ছেলেসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহত ও কেন্দ্রীয় কমিটির ক্রিড়া সম্পাদক শওকত আলী দিদার’কে হত্যার প্রতিবাদে (১৪ সেপ্টেম্বর) শনিবার বিকেলে ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ডিগ্রী কলেজ গেইট প্রাঙ্গনে মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিবুল হক টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন খান, ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোস্তফা প্রমূখ।