০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৯
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নুপুর আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। নিহত নুপুর আক্তার (২৫) বরিশালের হিজলা থানার বাসিন্দা মো. রাসেল মালের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, মানসিক রোগে আক্রান্ত হওয়ায় ৫/৬ দিন আগে বরিশাল থেকে নারায়ণগঞ্জের নিমাই কাশারী এলাকায় অবস্থিত তার পিতার ভাড়া বাসায় চিকিৎসার জন্য আসেন। বৃহস্পতিবার সকালে মৃতের মা, বড় মেয়ে ফাতেমাকে ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় নুপুরের লাশ দেখতে পায়। পরে বড় বোন ফাতেমা ও ভাই ফাহিম সোলেমান গাজী লাশ নিচে নামিয়ে থানায় ফোন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।