পাইকগাছায় ইউপি সদস্য’র বিরুদ্ধে গৃহবধূর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১
আজিজুল ইসলাম :
পাইকগাছায় লুটপাট ভাংচুর ও অব্যাহতভাবে হুমকি সহ বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দিয়ে মূল ঘটনা আড়াল করার চেষ্টার প্রতিবাদে ইউপি সদস্য মসিয়ার রহমান মিলনের বিরুদ্ধে গৃহবধূ বিজলী সরকার সংবাদ সম্মেলন করেছে।
গত বুধবার সকাল ১১ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজলী রানী সরকার বলেন, খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঅঞ্চল পত্রিকায় গত ৯ ই সেপ্টেম্বর প্রকাশিত সংবাদে জানতে পারলাম আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ১১ ব্যাক্তি অভিযোগ করেছে। উক্ত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগকারী মিলন ও হাফিজুর গংরা প্রকৃত ঘটনা আড়াল করার জন্য ভিন্ন এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
মূল ঘটনা ৫ আগষ্ট বিকাল আনুমানিক ৪ টার দিকে গোপালপুর গ্রামের ইউপি সদস্য মসিয়ার রহমান মিলন ও মটবাটি গ্রামের মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এক থেকে দেড়শো লোক আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর নগদ টাকা স্বর্ন অলংকার ও জমির কাগজপত্র লুট করে। অত:পর অগ্নি সংযোগ ঘটায়। এছাড়াও মসিয়ার রহমান মিলনের নেতৃত্বে গদাইপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে হামলা ও লুটপাট করেছেন।
এ ঘটনায় আমার স্বামী মসিয়ার রহমান মিলন সহ একাধিক ব্যাক্তির নামে স্থানীয় পাইকগাছা সেনা ক্যাম্পে অভিযোগ করলে-মিলন আমাদের বাড়িতে এসে ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে যেতে বলে। অন্যথায় জানে শেষ করে দিবে বলে হুমকি দেয়। এদিকে এ ধরনের অপকর্ম ও নেককার জনক ঘটনার অভিযোগে মসিয়ার রহমান মিলনকে বিএনপি দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় মর্মে পত্রিকার খবরের মাধ্যমে জানা যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশি নির্মল ঋষির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আদালতে মামলায় রায় আমাদের অনুকূলে আসে। একারনে নির্মল ঋষি, সুভাষ দাশ, ডেবিট সরকার, খুকুমণি, সুশান্ত দাশ ও প্রনব দাশেরা উল্লেখিত মসিয়ার রহমান মিলন ও হাফিজুর গংদের সাথে যোগশাযশে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এমতাবস্থায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে মসিয়ার রহমান মিলন ও হাফিজুর গংদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এসময়ে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।