সিঙ্গাপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৯
প্রতিদিনের নিউজ :
সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার,২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর পৌঁছান। বিএনপি‘র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন বিএনপি মহাসচিবকে চাঙ্গি এয়ারপোর্ট থেকে রিসিভ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন,সহ-সভাপতি লোকমান হোসেন,মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো.আজাদ হোসেন,মো.ইকবাল হোসেন,মো.ইসলাম,অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সদস্য মো.আব্দুর রহিম। চিকিৎসার জন্য ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে।