প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৮৩
“এনসিসি ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাদের পুণর্বহাল করছে কে এ আমির হোসেন” শিরোনামে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক সচেতনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আমির হোসেন প্রধান। পাশাপাশি উক্ত সংবাদটি ভিত্তিহীণ ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গত বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত উক্ত শিরোনামের সংবাদে উল্লেখ করা হয়, অর্থের বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের এলাকায় প্রবেশ করাচ্ছেন এনসিসি ৮ নং ওয়ার্ডের বউ বাজার এলাকার বিএনপি নেতা আমির হোসেন প্রধান। আওয়ামী লীগের অপরাধীদের এলাকায় প্রবেশ করিয়ে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে আমির হোসেন। ৫ তারিখের পর সাধারণ ব্যবসায়ীদের দোকানে তালাবদ্ধ করা ছাড়াও বিভিন্ন মিল কারখানাতেও মহড়া দিয়েছে আমির হোসেন ও তার ভাই-ভাতিজারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আবার সেসকল দোকান খুলে দেয়। এয়াড়া মিল-কারখানাতে সংঘবদ্ধ হয়ে ঝুট দিতে হুমকি প্রদান করা হয়। এছাড়া ছাত্র-জনতা হত্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে এলাকায় অবস্থানরত আওয়ামীলীগ নেতা-কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
আমির হোসেন প্রধান দাবি করেন, উল্লেখিত সকল তথ্য মিথ্যা, উদ্দেশ্য প্রণোদীত, ভিত্তিহীণ, ষড়যন্ত্রমূলক, হয়রাণীমূলক, বিভ্রান্তিকর এবং মানহানিকর। কেউ এসব তথ্য আমার বিরুদ্ধে প্রমাণ করতে পারবে না। কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমার সুনাম ক্ষুন্ন করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি সংবাদকর্মীদের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারো প্ররোচণায় উদ্দেশ্য প্রণোদীতভাবে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করছি।