১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রবিউল আলম, গাজীপুর :
  • আপডেট সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ১০৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, সেচ্ছাচারীতা,লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ এনে পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়কে এসে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী।সাথে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও ছিলেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা ‘এক দফা দাবিতে পদত্যাগ চেয়ে নানান স্লোগান দিয়ে স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়,অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত এই প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন, দুর্নীতি এবং নানান অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি।রাজনৈতিক কারনে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতোনা, যার কারণে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে সড়ক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।

কয়ের উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়,প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা আরও জানায়, পদত্যাগের কথা বলায় অনেকে ভাবেই এই শিক্ষক চাপ সৃষ্টি করছেন আমাদের উপর।পাশাপাশি আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন তারা।

অভিযোগে তারা আরও জানায়, প্রধান শিক্ষকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল,দলীয় লোকজন ব্যতীত সাধারণ মানুষ স্কুলের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতোনা,স্কুলের যেকোনো অনুষ্ঠান তাদের ব্যক্তিগত ইচ্ছায় পরিচালিত হত।এছাড়াও প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও জানায় এই শিক্ষার্থী।

এদিকে সকাল থেকে স্কুলে অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত না হলেও শিক্ষার্থীরা তাদের দাবি চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছেন তারা গাজীপুর জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ নিয়ে যাবেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গাজীপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, সেচ্ছাচারীতা,লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ এনে পদত্যাগ ও দ্রুত অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়কে এসে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী।সাথে অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও ছিলেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা ‘এক দফা দাবিতে পদত্যাগ চেয়ে নানান স্লোগান দিয়ে স্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়,অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত এই প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন, দুর্নীতি এবং নানান অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি।রাজনৈতিক কারনে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতোনা, যার কারণে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে সড়ক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।

কয়ের উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়,প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা আরও জানায়, পদত্যাগের কথা বলায় অনেকে ভাবেই এই শিক্ষক চাপ সৃষ্টি করছেন আমাদের উপর।পাশাপাশি আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন তারা।

অভিযোগে তারা আরও জানায়, প্রধান শিক্ষকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল,দলীয় লোকজন ব্যতীত সাধারণ মানুষ স্কুলের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারতোনা,স্কুলের যেকোনো অনুষ্ঠান তাদের ব্যক্তিগত ইচ্ছায় পরিচালিত হত।এছাড়াও প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও জানায় এই শিক্ষার্থী।

এদিকে সকাল থেকে স্কুলে অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত না হলেও শিক্ষার্থীরা তাদের দাবি চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছেন তারা গাজীপুর জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ নিয়ে যাবেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন